ভারতের পশ্চিমবঙ্গের সাগর উপকূলে আগামী বৃহস্পতিবার থেকে ইলিশ ধরা শুরু হচ্ছে। দুই মাস সমুদ্রে ইলিশ ধরা বন্ধ ছিল।
ইলিশের প্রজননকালে গত দুই মাস পশ্চিমবঙ্গ সরকার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। তিন বছর ধরে পশ্চিমবঙ্গের সমুদ্রে ইলিশ কমে গেছে। এ কারণে এবার কড়া নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।
পরশু অর্থাৎ বুধবার থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ট্রলারমালিকেরা ট্রলার মেরামত বা রং করে ইলিশ ও অন্যান্য মাছ ধরার জাল নিয়ে সমুদ্রে নামার প্রস্তুতি সেরে ফেলেছেন।