রাজনৈতিক সমঝোতা ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়

সমকাল প্রকাশিত: ১৩ জুন ২০২২, ০৮:৪৩

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক সমঝোতার বিকল্প নেই বলে মনে করেন একাধিক সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনের সদস্যরা। তাঁরা বলেছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাঁদের মতে, ভোট গ্রহণ ও গণনার কাজ সন্ধ্যার আগেই শেষ করতে হবে। সংসদ সদস্যদের নির্বাচনের আগেই পদত্যাগ, ভোটকেন্দ্রে দাঁড়িয়ে থাকা ডাকাত সরাতে না পারলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। কমিশনের পক্ষ থেকে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় এমন বক্তব্য উঠে আসে।


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় সাবেক কমিশন সদস্য ছাড়াও নির্বাচন কমিশন কার্যালয়ের একাধিক সাবেক সচিব ও সাবেক ইসি কর্মকর্তারা অংশ নেন। সভায় সাবেক সিইসি, ইসি ও ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ ২৮ জনকে আমন্ত্রণ জানানো হয়। তাঁদের মধ্যে মাত্র ১০ জন অংশ নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us