লেক খননের পরিকল্পনায় ক্ষোভ: মুখোমুখি বন বিভাগ আর মধুপুরের গারোরা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জুন ২০২২, ০১:১১

মধুপুর অঞ্চলকে গারোরা বলেন আবিমা, এর মানে হল ‘মায়ের মাটি’। সেই মাটি হারানোর শঙ্কায় ক্ষোভ বাড়ছে আমতলী বাইদের বনবাসী গারোদের মধ্যে। সেখানে ৪৫ বিঘা কৃষি জমিতে পর্যটকদের জন্য লেক বানাতে চায় বন বিভাগ।


বাইদ বলতে মধুপুর গড়ের বাসিন্দারা বনের নিচু জমিকে বোঝান। এক সময় এই বনের চালা বা উঁচু জমিতে জুম চাষ হত। বনের আগাছা পুড়িয়ে এবং লাঙল দিয়ে মাটি বিদীর্ণ না করে চাষাবাদ করা হল জুমচাষ।


১৯৬৫ সালে আইন করে জুম চাষ নিষিদ্ধ করা হলে বনজীবীরা বাইদে লাঙল চালিয়ে চাষাবাদ শুরু করেন। আমতলী বাইদের অবস্থান টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের দোখলা ও চুনিয়া গ্রামের মাঝামাঝি এলাকায়, ১১ নম্বর শোলাকুড়ি ইউনিয়নের পীরগাছা মৌজায়।


ওই বাইদে জমি আছে ৪৫ বিঘা, গারো জাতিগোষ্ঠীর ১৩টি পরিবার সেখানে বংশপরম্পরায় চাষাবাদ করে আসছে। তাদের দাবি, উত্তরাধিকার সূত্রে পাওয়া ওই জমির কাগজপত্রও আছে তাদের কাছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us