মুসাকে জিজ্ঞাসাবাদে খুলবে টিপু হত্যার জট: ডিবি

আজকের পত্রিকা প্রকাশিত: ১০ জুন ২০২২, ১৫:৪৫

সুমন শিকদার ওরফে মুসাকে রিমান্ডে নিয়ে জানা যাবে ঢাকার মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (টিপু) হত্যায় কারা কারা জড়িত ছিল। কার কী ভূমিকা ছিল। এমনটাই জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। টিপু হত্যার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা সুমন শিকদার ওরফে মুসাকে আদালতে তুলে ১৫ দিনের রিমান্ড চাইবেন বলেও জানান তিনি।



আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার এসব কথা বলেন।এই হত্যাকাণ্ডে মুসার ভূমিকা কী ছিল, সে কীভাবে সমন্বয় করেছিল এমন প্রশ্নের জবাবে হাফিজ বলেন, ‘আমরা মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি, তখন মাসুম রিমান্ডে পরিকল্পনাকারী ও সমন্বয়ক হিসেবে মুসার নাম বলেছে। যেহেতু সে মূল ভূমিকায় ছিল, নিজেই গুলি করেছে, তাই মাসুমের জবানবন্দি ছাড়াও আমাদের তদন্তে মুসার নাম এসেছে।


এছাড়া এ ঘটনার আগে মোচা বাবু হত্যা এবং আগেও কিছু ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনা ধরে আমরা আগাচ্ছি। মুসাকে আদালতে হাজির করে রিমান্ডে আনা হবে। তখন অনেক প্রশ্নের উত্তর জানার চেষ্টা করা হবে। মাসুমের জবানবন্দিতে অনেক কিছু এসেছে। এবার মুসাকে জিজ্ঞাসাবাদে জানা যাবে আরও কারা কারা জড়িত। কার কী ভূমিকা ছিল। সব বিষয় জানতে মুসাকে রিমান্ডে আনতে হবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us