মা-বাবা পৃথিবীর এমন দুজন মানুষ, যাঁরা সন্তানের প্রথম আশ্রয় ও বিশ্বাসের জায়গা। পরিবারে অন্য যত অভিভাবকই থাকুক না কেন, কেউই মা-বাবার জায়গা নিতে পারেন না। সার্বিক দিক বিবেচনায় তাই সন্তানের মানসিক বিকাশে মা-বাবা দুজনেরই ভূমিকা অপরিসীম।
সে জন্যই মা-বাবার পারস্পরিক সম্পর্ক সন্তানের জীবনে ব্যাপক ভূমিকা রাখে। স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব ব্যক্তিগত। কিন্তু মা-বাবার ভূমিকা যৌথ। এখন মা-বাবার দাম্পত্য জীবনে যদি বনিবনা না থাকে, তাহলে তাঁরা সন্তানের দিকে মনোযোগ দিতে পারেন না। ফলে সন্তানের সঙ্গে তাঁদের মানসিক যোগাযোগ কমে যায়।