মাইলফলকের সামনে বাবর আজম

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ জুন ২০২২, ১৫:৫৮

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টেস্ট র‌্যাংকিংয়ে চার নম্বরে থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে রয়েছেন শীর্ষে। বাবর আজমকে ডাকছে আরো একটি মাইলফলক। পাকিস্তানের ১১তম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রানের দ্বারপ্রান্তে তিনি।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মুলতানে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই মাইলফলকটি অর্জন করে ফেলতে পারেন বাবর। তিন ফরম্যাট মিলিয়ে ২০০ ম্যাচ খেলে ৫০.৭৬ গড়, ২৩ সেঞ্চুরি ও ৬৫ হাফ সেঞ্চুরিতে বাবরের রান ৯৭৯৮। বাবর আর ২০২ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান হয়ে যাবে তাঁর। পাকিস্তানের হয়ে এই মাইলফলক রয়েছে ইনজামাম-উল-হক, ইউনুস খান, মোহাম্মদ ইউসুফ, জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিক, সাঈদ আনোয়ার, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি এবং মিসবাহ উল হকের। পাকিস্তানের হয়ে ২০ হাজার আন্তর্জাতিক রানেক মালিক কেবল ইনজামাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us