গর্ভস্থ শিশুর অক্সিজেন ও পুষ্টি জোগাতে মায়ের হৃদ্যন্ত্রের কার্যকলাপে কিছু পরিবর্তন হয়। এ সময় মায়ের রক্তের পরিমাণ বেশ খানিকটা বেড়ে যায় এবং হৃদ্যন্ত্রকে প্রতি মিনিটে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ বেশি রক্ত পাম্প করতে হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ধীরে ধীরে পরিবর্তনগুলো স্বাভাবিক হতে শুরু করে এবং ছয় সপ্তাহের মধ্যে মায়ের সব শারীরবৃত্তীয় প্রক্রিয়া আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু সুস্থ হৃদ্যন্ত্র নিয়ে গর্ভধারণ করার পরও সন্তান ভূমিষ্ঠ হওয়ার পাঁচ মাসের মধ্যে ও গর্ভকালীন শেষ তিন মাসে মায়ের হার্ট ফেইলিউর হতে পারে; এর নাম পোস্ট–পার্টাম হার্ট ফেইলিউর।
কেন হয়
- গর্ভকালীন বাড়তি চাপ যদি হৃদ্যন্ত্র সামলাতে না পারে, তখন মায়ের হার্ট ফেইলিউর হতে পারে।
- গর্ভকালীন অপুষ্টি, বেশি সন্তানের জন্মদান, গর্ভস্থ যমজ সন্তান, গর্ভকালীন উচ্চ রক্তচাপ, ধূমপান ও মদ্যপান।
- হৃদ্যন্ত্রের মাংসপেশিতে ভাইরাসের সংক্রমণ, বংশগতির প্রভাব ও প্রোলাক্টিন হরমোনের অত্যধিক প্রভাবেও এমনটা হতে পারে।