আন্তর্জাতিক গণমাধ্যমে সীতাকুণ্ড বিস্ফোরণের খবর

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুন ২০২২, ১৮:৪৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আট ফায়ার সার্ভিস কর্মী। ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে লাশের সারি দীর্ঘ হচ্ছে। বহু পরিবারের স্বপ্ন ধুলোয় মিশে যাচ্ছে। চট্টগ্রামের আকাশ-বাতাসে এখন শুধুই পোড়া গন্ধ। দগ্ধ ও নিহতদের স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে উঠছে।


এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমেও সীতাকুণ্ডের এই বিস্ফোরণের ঘটনা গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই বিস্ফোরণে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও কয়েকশ মানুষ। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৯ জন নিহত এবং আরও তিন শতাধিক মানুষ আহত হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us