হতাশ নই, জীবনে উত্থান-পতন থাকবেই : নাঈম হাসান

কালের কণ্ঠ প্রকাশিত: ০৫ জুন ২০২২, ১৮:৩০

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মেহেদি হাসান মিরাজের জায়গায় সুযোগ পেয়েছিলেন তরুণ অফস্পিনার নাঈম হাসান। দুই বছর পর টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে করেছিলেন ক্যারিয়ারসেরা বোলিং। সেই ম্যাচেই চোট পেয়ে আবারও তিনি মাঠের বাইরে ছিটকে গেলেন। আসন্ন উইন্ডিজ সফরের কোনো ফরম্যাটের দলেই তার নাম নেই।


অন্যদিকে চোট কাটিয়ে ফিরেছেন মেহেদি মিরাজ। বিদেশ ট্যুরের আগে বারবার ইনজুরিতে পড়ায় কি হতাশ হয়ে পড়েছেন নাঈম? ২২ বছর বয়সী অফ স্পিনার আজ রবিবার সাংবাদিকদের বলেন, 'আসলে হতাশ হওয়ার কিছু নেই। একজন স্পোর্টসম্যানের জীবনে উত্থান পতন থাকবেই। চেষ্টা করব আমি যখন ফিরব তখন যেন আরও শক্তভাবে ফিরতে পারি। ইনজুরি তো আমার হাতেও ছিল না কারও হাতেই ছিল না। আলহামদুলিল্লাহ, এখন আগের থেকে অনেক ভালো। আরও সপ্তাহ খানেক পর আবার দেখবে বলল। ১২ বা ১৫ তারিখ থেকে বোলিং শুরু করতে পারব আশা করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us