চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর উদ্ধারকাজে যান কুমিরা ফায়ার স্টেশনের কর্মী রানা মিয়া (২৭)। কিন্তু ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ১৬ ঘণ্টা পর তাঁর লাশের খোঁজ পেয়েছেন স্বজনেরা।
এর আগে রানা মিয়ার দুলাভাই মো. রাসেল শেখ সীতাকুণ্ড থেকে খোঁজ করতে করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন। সেখানে জরুরি বিভাগে আসা ৩৫টি মরদেহ থেকে নিজের শ্যালককে শনাক্তের চেষ্টা করেন। এরপর মুখের দাড়ি, পরনে স্থানীয় একটি ক্লাবের গেঞ্জি দেখে ৩০ মিনিটের চেষ্টায় রানাকে শনাক্ত করতে সক্ষম হন রাসেল শেখ।