ইন্দো-প্যাসিফিক ইকোনমিক কাঠামো সম্পর্কে আরও তথ্য চেয়েছে ঢাকা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৩ জুন ২০২২, ১৬:০৬

ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ) সম্পর্কে আরও তথ্য চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ জুন) ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিতীয় অর্থনৈতিক আলোচনায় এ বিষয়ে তথ্য চাওয়া হয়।


প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং মার্কিন পররাষ্ট্র দফতরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি এবং পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডব্লিউ ফার্নান্দেজ বৈঠকে সহ-সভাপতিত্ব (কো-চেয়ার) করেন। দিনব্যাপী বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, স্বাধীন, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ এবং নিরাপদ ইন্দো-প্যাসিফিক বিষয়ে উভয় দেশ একই ধারণা পোষণ করে। মে মাসে প্রকাশিত ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক সম্পর্কে বৈঠকে বাংলাদেশকে অবহিত করে যুক্তরাষ্ট্র। এর উত্তরে বাংলাদেশ সাপ্লাই চেইন এবং ডিকার্বোনাইজেশন পিলার সম্পর্কে আরও তথ্য জানতে চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us