শুধু ব্রাজিল নয়; বিশ্ব ফুটবলের গর্ব পেলে। খেলাটার সবচেয়ে বড় দূতও তিনি।
অতীতে বহু দেশের গৃহযুদ্ধ থেমে গেছে পেলের খেলা দেখার জন্য। ফুটবলের মাধ্যমেই তিনি দিয়েছেন শান্তির ডাক।
এবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন পেলে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে খোলা চিঠি লিখেছেন ৮১ বছর বয়সী ফুটবল নক্ষত্র।
পেলে চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন গত রাতে, স্কটল্যান্ডের বিপক্ষে ইউক্রেনের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের ঠিক আগে। তিনি লিখেছেন, ‘আমি আজকের (গত রাতের) ম্যাচকে একটি অনুরোধ করার সুযোগ হিসেবে ব্যবহার করতে চাই। আগ্রাসন বন্ধ করুন। রক্তের খেলা আর নয়।’