ইউরোপে মাঙ্কিপক্সের আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। ইউরোপে এখন পর্যস্ত প্রায় ৫৫০ জনের অধিক মাঙ্কিপক্স রোগী পাওয়া গেছে। তবে করোনার মতো দ্রুত ছড়ায় না বলে মহামারির আশঙ্কা নেই বলছেন বিশেষজ্ঞরা।
বিশ্বজুড়ে মাঙ্কিপক্স ছড়ালেও ইউরোপ ও আমেরিকায় সংক্রমণ বেশি লক্ষ করা যাচ্ছে। এরমধ্যে ইউরোপের ৯টি দেশে মাঙ্কিপক্স প্রবলভাবে ছড়িয়ে পড়েছে। দেশগুলো হল— পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন ও যুক্তরাজ্য।