চট্টগ্রামে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় সন্ত্রাসী হামলায় ১৫ নেতা–কর্মী আহত হয়েছেন। স্বেচ্ছাসেবক দলের নেতাদের দাবি, ছাত্রলীগের নেতা–কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছেন। আজ বুধবার বিকেলে নগরের পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেনের বাড়ির সামনে এই হামলা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আজাদ, সদস্য দেলোয়ার হোসেন, আজাদ চৌধুরী, জাকির হোসেন, মো. বাবু, মো. হাসান, মো. শরীফ, মো. আকাশ, মাসুদ রানা, মো. ইমরান, ভুট্টো মাতবর, মো. শাহেদ, মো. ইমন, মো. সুজন। আহত সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান প্রথম আলোকে বলেন, স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করতে ঘরোয়াভাবে কর্মিসভার আয়োজন করা হয়। সভায় অতর্কিত হামলা চালানো হয়। আত্মরক্ষার্থে উপস্থিত নেতা–কর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকেন।