গৌতম ঘোষের 'মনের মানুষ' সিনেমায় প্রথম অভিনয় করেন শাহেদ আলী। 'দৌড়' ওয়েব ফিল্মে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন তিনি। আগামী ১০ জুন মুক্তি পাবে তার অভিনীত নতুন ওয়েব ফিল্ম 'রিফিউজি'। এ ছাড়াও, তার 'অমানুষ' সিনেমাটি মুক্তি পাবে আগে ১৭ জুন। সম্প্রতি দ্য ডেইলি স্টারের মুখোমুখি হয়ে এসব কথা জানান শাহেদ আলী।
সম্প্রতি 'দৌড়' ওয়েব ফিল্মে আপনাকে নতুন লুকে দেখা গেছে, এই চরিত্রটি কতটা চ্যালেঞ্জিং ছিল?
'দৌড়'র জন্য ৪ মাস অন্য কোথাও অভিনয় করিনি। আমার চরিত্রে নাম বুলেট রাজিব। সে পুরনো ঢাকার সিরিয়াল কিলার। চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল। একই লুকে দীর্ঘ সময় থাকতে হয়েছে। অবশ্য এটি প্রচারের পর দেশ-বিদেশ অনেক সাড়া পয়েছি। সবচেয়ে খুশি হয়েছি আমার ছেলের মন্তব্যে। ও সাধারণত অভিনয় নিয়ে কিছু না বললেও দৌড় দেখে মন্তব্য করেছে। ও বলেছে, 'বাবা ওই চরিত্রটিতে তোমাকে সত্যি সত্যি বুলেট রাজিব মনে হয়েছে'।