দাঁত ভালো রাখতে যেমন দাঁতের যত্ন নিতে হবে, তেমনি দাঁত মাজার ব্রাশের যত্নও জরুরি। কীভাবে ব্রাশের যত্ন নেবেন ও কত দিন পর পর বদলাবেন জেনে নিন।
- অনেকগুলো ব্রাশ পাশাপাশি রাখা হয় বেশিরভাগ সময়ই। এভাবে রাখলে এক জনের ব্রাশ থেকে অন্য জনের ব্রাশে জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে। এক পাত্রে রাখতে হলে প্রতিটি ব্রাশ ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এতে পোকামাকড়ের আক্রমণ থেকেও রক্ষা পাবে ব্রাশ।
- ব্রাশ টয়লেটে রাখবেন না। এই ধরনের স্যাঁতসেঁতে ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়ায় রোগ-জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি থাকে। পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন ব্রাশ।
- ব্যবহার করার আগে ও পরে গরম পানি দিয়ে ধুয়ে নিন ব্রাশ। এতে জীবাণু সংক্রমণের আশঙ্কা কমে অনেকটাই। মাউথ ওয়াশ জাতীয় দ্রবণে মিনিট দুয়েক ডুবিয়ে রাখলেও জীবাণুমুক্ত হবে ব্রাশ