ট্রেন্ডি হিলে সাজুক পা

আজকের পত্রিকা প্রকাশিত: ২৮ মে ২০২২, ১৫:৩০

গত ২০০ বছরে হিল জুতার ট্রেন্ডে কোনো হেরফের হয়েছে বলে খবর পাওয়া যায়নি। অথচ যুদ্ধের ময়দানে এক জটিল অবস্থার মধ্য দিয়ে হিলযুক্ত জুতার যাত্রা শুরু হয়। অবশ্য জন্মের ঢের পরে এটি পৃথিবীতে জনপ্রিয়তা পায় মূলত ফ্যাশনের রঙিন ভুবনে এসে। ফ্যাশনবিষয়ক গবেষকেরা ধারণা করেন, দশম শতকে প্রাচীন পারস্যে এর জন্ম। প্রাচীন পারস্যের ঘোড়সওয়ার তিরন্দাজ সৈনিকেরা যুদ্ধে সুবিধার জন্য গোড়ালি উঁচু জুতা ব্যবহার করতেন। এর অনেক পরে এটি ইউরোপে যায়।  


প্রতিদিনের ব্যবহারের পাশাপাশি ফ্যাশনের জন্য এর ব্যবহার বেড়ে যায় উনিশ শতকের মাঝামাঝি থেকে। মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরো বলেছিলেন, ‘একজন নারীকে এক জোড়া সঠিক জুতা দাও, সে বিশ্ব জয় করবে।’ মনে করা হয়, সৌন্দর্যের ক্ষেত্রে মনরোর এই ‘সঠিক মাপের জুতা’ বা ‘দ্য রাইট পেয়ার অব সুজ’ হলো হাই হিল।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us