ছাত্রদলের নেতা-কর্মীদের প্রবেশ ঠেকাতে আজ শনিবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রলীগ৷ ক্যাম্পাসের মধুর ক্যানটিন, টিএসসি, কার্জন হল ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আজ সকাল থেকেই তাঁরা অবস্থান নিয়েছেন৷ ছাত্রদলের নেতা-কর্মীদের ঠেকাতে স্টাম্প, কাঠ ও লাঠিসোঁটা প্রস্তুত রেখেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা৷ চলছে মোটরসাইকেলের ‘শোডাউনও’ যদিও ছাত্রদল আজ ক্যাম্পাসে ঢুকছে না বলে সংগঠনের এক নেতা জানিয়েছেন৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের এক বক্তব্যের পর গত রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেন৷ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল৷