এবারের আইপিএলের নিলামে তিনি ছিলেন অবিক্রীত। সেই রজত পাতিদারই কাল বেঙ্গালুরুকে দ্বিতীয় কোয়ালিফায়ারে নিয়ে গেছেন দুরন্ত এক শতকে। চোটের বদলি হিসেবে অবিক্রীত পাতিদারকে দলে নিয়েছিল বেঙ্গালুরু। কাল বেঙ্গালুরু ম্যানেজমেন্ট নিশ্চয়ই পাতিদারকে দলে ভেড়ানোর সিদ্ধান্তটার জন্য নিজেদেরই পিঠ চাপড়ে দিয়েছে।
৫৪ বলে ১১২ রান। এর মধ্যে ১২টি চার ও ৭টি ছক্কা। তাঁর এই ইনিংসেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২০৭ রান তুলে দ্বিতীয় প্লে-অফে যাওয়ার রাস্তা পরিষ্কার করে ফেলে বেঙ্গালুরু। শেষ পর্যন্ত তারা ম্যাচ জিতেছে ১৪ রানে। যে মঞ্চ প্রস্তুত ছিল বিরাট কোহলি কিংবা ফাফ ডু প্লেসিদের জন্য, সেই মঞ্চেই রাজা বনে গেলেন পাতিদার। কোহলি তো ম্যাচ শেষে বলেই দিয়েছেন, তিনি চাপের মুখে অনেক ইনিংস খেলেছেন, কিন্তু পাতিদার যে ইনিংস খেলেছেন, সেটি তিনি আগে কখনো দেখেননি। আইপিএলের প্লে-অফে কোনো জাতীয় দলে না খেলা প্রথম ক্রিকেটার হিসেবে এই শতক পেলেন পাতিদার।