সেনেগালের হাসপাতালে ১১ নবজাতকের জীবন নিল আগুন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ মে ২০২২, ১০:০২

সেনেগালের একটি হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগে ১১টি নবজাতকের মৃত্যুর খবর জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সাল।


বুধবার রাতে এক টুইটে তিনি জানান, রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে তিভাউয়ানে শহরের একটি আঞ্চলিক হাসপাতালের নবজাতক বিভাগে ওই অগ্নিকাণ্ড ঘটে।


“এইমাত্র ভয়াবহ খবরটা পেলাম। তিভাউয়েনের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালের নিওনেটোলজি বিভাগে অগ্নিকাণ্ডে ১১টি নবজাতকের মৃত্যু হয়েছে।"


হাসপাতালে অগ্নিকাণ্ডের ওই ঘটনা নিয়ে বিস্তারিত কোনো তথ্য ওই টুইটে দেননি প্রেসিডেন্ট ম্যাকি সাল।


তবে সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী, আবদুলায়ে দিউফ সার দেশটির বেসরকারি টিভি স্টেশন টিএফএমকে বলেছেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us