রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে পাকিস্তানি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তুমুল সমালোচনার মধ্যে আছেন। দেশটির নানা শ্রেণি–পেশার মানুষও এর সমালোচনা করেন। তবে দেশটির রাজনীতিতে এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, পাকিস্তানের বড় দুই রাজনৈতিক দল পিএমএল-এন ও পিটিআই—দুই পক্ষই ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দিয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বীকে নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য হরহামেশাই দেন নেতারা। অনেক ক্ষেত্রেই এসব বিদ্বেষমূলক মন্তব্যের লক্ষ্যবস্তু হচ্ছেন নারী রাজনীতিবিদেরা।
পাকিস্তানের কিছু কিছু এলাকায় নারীদের দমিয়ে রাখতে অনার কিলিংয়ের মতো নৃশংস কর্মকাণ্ড এবং অন্য পুরোনো প্রথাগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাঁদের অধিকারগুলো পূরণ করা হয় না। এ ছাড়া প্রভাবশালী নারীদের হেয় করতে পুরুষ প্রতিদ্বন্দ্বীরা বিভিন্ন আক্রমণাত্মক ও বিদ্বেষমূলক মন্তব্য করে থাকেন।