আমরা সবাই জানি মৃত্যু অনিবার্য সত্য। এই সত্যকে কেউ এড়াতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা, এই বাংলাদেশিরা কিভাবে মরবো? সে কেবল সড়কে-মহাসড়কে অ্যাক্সিডেন্টে, লঞ্চ দুর্ঘটনায়, হাসপাতালের অপচিকিৎসায়, ভুল অপারেশনে, দূষিত পানি পান করে, কলেরা-ডায়রিয়ায়, বায়ু দূষণে, গাড়ির কালো ধোয়ায়, কার্বন নিঃসরণের ফলে, কল-কারখানার রাসায়নিক দূষণে, কর্মক্ষেত্রের দূষণে নাকি স্থবির হয়ে পড়তে থাকা মহানগর ঢাকার উন্নয়নের ধুলাবালি আর বায়ুতে জমে থাকা মিশ্রিত বস্তুকণায় ফুসফুস বন্ধ হয়ে? কোনভাবে আপনি মরতে চান আজই ঠিক করুন।
আপনি, আপনারা কোন পথে মৃত্যু চান আজই ঠিক করুন। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (যদি স্বীকার করে কেউ তারাই ওই সব উপকরণের মৌলিক ও একমাত্র উৎপাদক ও এজেন্ট) কাছে নিবন্ধিত হোন মৃত্যুর পরোয়ানা চেয়ে। ঢাকাকে আমরা মৃত্যুর একটি অনন্য ফাঁদ হিসেবেও গণ্য করতে পারি।