অসত্য তথ্যে পাসপোর্ট করতে এসে চট্টগ্রাম পাসপোর্ট কার্যালয়েই ধরা পড়েছে এক রোহিঙ্গা তরুণী।
সোমবার চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ে আবেদনের তথ্য যাচাইয়ের সময় জোবাইদা খানম নামে ওই তরুণীকে আটক করে পুলিশে দেওয়া হয়।
বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ের পরিচালক মো. আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জোবাইদা নামের এক তরুণী সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ঠিকানা ব্যবহার করে পাসপোর্টের জন্য আবেদন করেন।
এতে তিনি বাবার নাম সৈয়দ নূর, মায়ের নাম সলেমা বেগম উল্লেখ করে জন্মসনদ এবং তার মায়ের জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদ দাখিল করেন।