রাতে মেঘমুক্ত আকাশে অসংখ্য নক্ষত্র জ্বল জ্বল করতে দেখা যায়। নক্ষত্র নিয়ে মহাবিশ্বে বিজ্ঞানীদের রহস্যের শেষ নাই। প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে নতুন নতুন গ্রহনক্ষত্র। পৃথিবী থেকে কয়েক হাজার আলোকবর্ষ দূরে সূর্যের চেয়ে উজ্জ্বল নক্ষত্রের খোঁজ পেল নাসা। এই নক্ষত্রের নাম দেওয়া হয়েছে হারশেল ৩৬। এই নক্ষত্র সূর্যের চেয়ে যেমন বড় তেমনই উজ্জ্বল। এটির অবস্থান লাগুন নেবুলার ঠিক মধ্যভাগে। মহাকাশ সংস্থা নাসার হাবেল টেলিস্কোপের মাধ্যমে এই প্রকান্ড নক্ষত্রটি ধরা পড়েছে। নাসা জানিয়েছে, এই তারাটি পৃথিবী থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত।
হারশেল ৩৬ সূর্যের থেকে প্রায় ২ লক্ষ গুণ উজ্জ্বল এবং ৩২ গুণ বড়। ছবি দেখে অনেকটা মহাজাগতিক ল্যান্ডস্কেপের মতো মনে হতে পারে। কিন্তু আসলে লাগুন নেবুলা সম্পূর্ণটাই অশান্ত গ্যাস, গর্জনকারী নাক্ষত্রিক বাতাসে পরিপূর্ণ। এমনকি এই বিশাল নক্ষত্র থেকে নির্গত হয় তীব্র বিকিরণ। নাসার বিজ্ঞানীরা মনে করছেন, এই বিশাল নক্ষত্রটি মহাজাগতিক অর্থে অনেক কম বয়সের।