প্রথম বারের মতো সব নারী ক্রু নিয়ে একটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করেছে সৌদি আরবের ফ্লাইয়াডিল এয়ারলাইন। জেদ্দাভিত্তিক এয়ারলাইনটি গত শুক্রবার ফ্লাইটটি পরিচালনা করে।
গতকাল শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট পরিচালনাকারী ক্রুদের বেশির ভাগই সৌদি নারী। ফ্লাইয়াডিলের ফ্লাইটটি রিয়াদ থেকে জেদ্দায় উড়ে যায়।
এয়ারলাইনটির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়, ‘সৌদি আরবে ফ্লাইট চলাচলের ইতিহাসে প্রথম বারের মতো! ফ্লাইয়াডিল সব নারী ক্রু নিয়ে প্রথম একটি ফ্লাইট পরিচালনা করেছে, যাদের বেশির ভাগই সৌদি আরবের নাগরিক। ১১৭ নামের ফ্লাইটটিতে এ৩২০ এয়ারক্রাফ্ট ব্যবহার করা হয়।’