তথ্যপ্রযুক্তির যুগে ছেলেমেয়েদের কম্পিউটার ও ইন্টারনেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যেমন জরুরি তেমনি জরুরি শিশুদের ইন্টারনেটের বিপদ থেকে মুক্ত রাখা। জানালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তানজীর আহম্মেদ তুষার
নির্দেশিকা তৈরি করুন
ব্যবহার শুরুর আগেই ইন্টারনেট ব্যবহারের একটি পরিষ্কার নির্দেশিকা লিখিতভাবে তৈরি করে ফেলুন এবং প্রিন্ট করে কম্পিউটারের পাশে লাগিয়ে দিন। এটি থাকলে শিশুরা প্রথম থেকেই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আপনার প্রত্যাশা জানতে পারবে। এর মধ্যে থাকবে কোন কোন ধরনের ওয়েবসাইট দেখতে ও কার্যাবলি ইন্টারনেটে করতে পারবে। সার্চ ইঞ্জিন ব্যবহারের ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতিদিন সর্বমোট কতক্ষণ ইন্টারনেট ব্যবহার করা যাবে। যদি কখনো কোনো বিষয় তাদের বোঝার বাইরে হয় তখন কী কী করা যেতে পারে তার দিকনির্দেশনা থাকবে। কোন ধরনের তথ্য তারা গ্রহণ করতে পারে এবং কোনগুলো গ্রহণ করা ঠিক হবে না তা লিখে রাখার পাশাপাশি আলোচনাও করতে হবে। তারা যদি কখনো ইন্টারনেট ব্যবহার নির্দেশিকার কোনো নিয়ম ভঙ্গ করে তাহলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটাও নির্দেশিকাতে থাকতে হবে।