কোভিডে বেড়েছে হরিণের সংখ্যা, বিক্রি করছে চিড়িয়াখানা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ মে ২০২২, ১৯:২৭

‘কোভিডে প্রজননক্ষমতা বেড়ে’ সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তিনটি হরিণ বিক্রি করেছে রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।


চট্টগ্রামের গহর সিরাজ জামিল নামে এক ব্যক্তি ‘শখের বশে লালন-পালনের জন্য’ দেড় লাখ টাকায় এসব হরিণ কেনেন। এর মধ্যে একটি পুরুষ আর দুটি স্ত্রী হরিণ রয়েছে।


চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী তালুকদার বলেন, তাদের তিনটি শেডে সর্বাধিক ৪০টি হরিণ রাখার ব্যবস্থা আছে। কোভিড মহামারীতে সরকারি নির্দেশে চিড়িয়াখানা বন্ধ রাখা হয়।


“কোলাহলমুক্ত পরিবেশে খাঁচাবন্দি পশু-পাখির প্রজননক্ষমতা বেড়েছে। ঘোড়া, হরিণ, গাধা, বানর, ময়ূর, মদনটেকসহ আরও কিছু প্রাণীর ঘরে এসেছে নতুন অতিথি। হরিণ বেড়ে হয়েছে ৫৭টি। ফলে তিনটি হরিণ বিক্রি করা হয় এক লাখ ৫০ হাজার টাকায়।”


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us