আইপিএল ম্যাচের আগে গ্রেফতার ১৩ জুয়াড়ি

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৮ মে ২০২২, ০৭:১১

কলকাতায় আইপিএলের ম্যাচের দিন সাতেক আগে ক্রিকেট-জুয়ার একটি চক্রকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ। রাজারহাটের একটি নির্জন এলাকায় রিসর্ট চত্বরে বাংলো ভাড়া নিয়ে চলছিল বেটিং ও জুয়া। সোমবার রাতে রাজারহাট থানার পুলিশ সেখানে হানা দিয়ে ১৩ জনকে ধরে। ধৃতেরা হাওড়া ও বিহারের বাসিন্দা।


অভিযোগ, কয়েক দিন ধরে সেখানে আস্তানা গেড়ে বেটিং-চক্র চালাচ্ছিল তারা। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ২৮টি মোবাইল, কিছু ল্যাপটপ ও ক্যালকুলেটর।


তদন্তকারীরা জানান, ওই রিসর্ট চত্বরে সংশ্লিষ্ট সংস্থার নিজেদের ও ব্যক্তিগত বাংলো রয়েছে, যা ভাড়া দেওয়া হয়। এমনই একটি ব্যক্তিগত বাংলো এক মাসের জন্য ভাড়া নিয়ে চলছিল বেটিং। ধৃতদের গতিবিধি নিয়ে রিসর্টের কর্মীদের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশকে জানান। পুলিশ দু’দিন ধরে নজরদারি চালানোর পরে সোমবার হানা দেয়। ধৃতদের এ দিন বারাসত আদালতে হাজির করা হলে তিন দিনের পুলিশি হেফাজত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us