‘হেলথ কানেক্ট’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম ও ‘অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই)’ তৈরিতে একজোট হয়েছে গুগল ও স্যামসাং। এতে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপ ও ডিভাইসে ব্যবহারকারীর স্বাস্থ্য বিষয়ক ডেটা সমন্বয় করতে পারবেন অ্যাপ নির্মাতারা।
প্রতিষ্ঠান দুটির একজোট হওয়ার বিষয়টি উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, কোনো ব্যবহারকারী এপিআই-টি একবার নির্বাচন করলে, ডিভাইসের একটি ‘এনক্রিপ্ট করা হাব’-এর মধ্যে ব্যবহারকারীর স্বাস্থ্য ডেটা সংগ্রহ করতে পারবে অ্যাপ নির্মাতা।
গুগল বলছে, শেয়ার করা ডেটা ও অ্যাপের পুরো নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর কাছে। যদি একই ধরনের ডেটা একাধিক অ্যাপ সংগ্রহ করে, তাহলে যেকোনো একটি অ্যাপ বাছাই করতে পারবেন ব্যবহারকারী।