চট্টগ্রাম থেকে: মাইলফলকের সামনে থাকলে স্নায়ুচাপ বেড়ে যায় অনেকেরই। সঙ্গে যদি কৌশলগত চাপ প্রয়োগ করা যায়, মিশন ভেস্তে দেয়ার সুযোগও তৈরি হয়। অ্যাঞ্জেলো ম্যাথুজকে ১৯৯ রানে আউট করার পেছনে নাঈম হাসান এমন ফাঁদই পেতেছিলেন। তাতে সাড়া দিয়ে অনন্য অর্জন সঙ্গে ১ রানের দূরত্ব তৈরি হয়েছে শীলঙ্কান ব্যাটারের।
ম্যাথুজকে আউট করার আগেই ৫ উইকেট পূর্ণ করেন নাঈম। আত্মবিশ্বাসে ভরপুর তরুণ অফস্পিনার কাছে টেনে আনেন ফিল্ডারদের। বুদ্ধি খাটিয়ে সফলও হন। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে বললেন সেকথাই।