দক্ষিণী সিনেমার জোয়ারে অশনিসংকেতের আভাস পাচ্ছে বলিউড। কয়েক বছর আগেও দক্ষিণী সিনেমাকে আঞ্চলিক সিনেমা হিসেবেই দেখা হতো। এখন চিত্রটা ঠিক উল্টো। গল্প, নির্মাণশৈলী কিংবা ব্যবসায়িক সাফল্য—সবকিছুতে রীতিমতো বলিউডকে টেক্কা দিচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রি। পারিশ্রমিকের দিক দিয়েও বলিউড তারকাদের তুলনায় এগিয়ে আছেন দক্ষিণী তারকারা।
সম্প্রতি তেলুগু সুপারস্টার মহেশ বাবুর একটি মন্তব্যকে কেন্দ্র করে বিষয়টি আবারও এসেছে আলোচনায়। মহেশ দাবি করেছেন, বলিউড তাঁকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না। তাই বলিউডে কাজ করার ইচ্ছে নেই বলেই মন্তব্য তাঁর। সত্যিই কি তাই? একনজরে দেখে নেওয়া যাক দুই ইন্ডাস্ট্রির তারকাদের পারিশ্রমিকের ব্যবধান।