নিজে ছুটিতে গেলেও কর্মীদের স্বস্তি দিতেন না স্টিভ জবস, কিন্তু কেন?

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ১৫ মে ২০২২, ১৯:১১

বস ছুটিতে গেলে আর দশজন কর্মীর মতো টনি ফ্যাডেলও মনেমনে খুশিই হতেন। এরপর তিনি ২০০১ সালে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলে যোগ দিলেন এবং বুঝতে পারলেন, তার বস স্টিভ জবস অন্য সব বসদের চাইতে কতটা আলাদা!


সম্প্রতি 'দ্য টিম ফেরিস শো' নামক পডকাস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন আইপড এর উদ্ভাবক ও আইফোন এর সহ-উদ্ভাবক, মার্কিন ইঞ্জিনিয়ার টনি ফ্যাডেল। সেখানে তিনি জানান, ছুটি কাটাতে গেলেও কর্মীদের স্বস্তি দিতেন না অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবস!    


ফ্যাডেল জানান, স্টিভ জবস অবকাশ যাপনে গেলে প্রথম দুই-তিনদিন নির্বিঘ্নেই কাজ করতেন কর্মীরা। কিন্তু এরপর বিনা মেঘে বজ্রপাতের মতোই জবসের কল আসা শুরু হতো! একের পর এক কলের মধ্য দিয়ে নতুন নতুন আইডিয়া শেয়ার করতেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us