দক্ষিণি ছবির বাড়বাড়ন্তে খুশি ইয়ামি

প্রথম আলো প্রকাশিত: ১২ মে ২০২২, ১১:০৪

ভারতজুড়ে এখন দক্ষিণি ছবির দাপট। ‘আরআরআর’, ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘কেজিএফ–টু’—এসব প্যান ইন্ডিয়া সিনেমা বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে। দক্ষিণের এই দাপটে বলিউড তারকাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তবে এ ক্ষেত্রে বেজায় খুশি বলিউড নায়িকা ইয়ামি গৌতম।
দক্ষিণি ছবির প্রভাব উত্তর ভারতে হিন্দিবলয় রাজ্যগুলোতে দারুণভাবে বাড়ছে। এ সম্পর্কে ইয়ামি এক সাক্ষাৎকারে বলেন, ‘প্যান ইন্ডিয়া ছবির এই দুর্দান্ত সফলতায় আমি খুশি। আসলে অন্য ভাষার গল্প এখন উত্তর ভারতে জনপ্রিয়তা পাচ্ছে। দক্ষিণের এই সফলতাকে এখন কেউ প্রতিযোগিতা হিসেবে নিচ্ছে না।’ দক্ষিণি ছবির এই সফলতার কারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘প্যান ইন্ডিয়া ছবির এই সফলতার এক কারণ হলো পরিচালকেরা খোলা মনে কাজ করতে পারেন এখানে। তাঁরা তাঁদের দৃষ্টিভঙ্গি কোনো বাধা ছাড়াই পর্দাতে মেলে ধরতে পারেন। আর হিন্দি চলচ্চিত্রজগতে ঠিক তার উল্টোটা হয়। পরিচালকেরা এখনো খোলা মনে কাজ করতে পারেন না এখানে। তাঁরা যা চান, তা পর্দাতে নিজের মতো করে মেলে ধরতে পারেন না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us