রূপকল্প ২০২১: কতটা বাস্তবায়ন হলো

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১২ মে ২০২২, ০৮:২৫

নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘রূপকল্প ২০২১’ এর কর্মপরিকল্পনায় ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগ। নিরবচ্ছিন্ন ক্ষমতায় থাকা দলটি এ প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়ন করেছে।


২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন, গড় আয়ু সত্তরের কোটায় উন্নীত, রংপুরকে বিভাগ ঘোষণা, মাথাপিছু আয় বৃদ্ধিসহ বেশকিছু প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করেছে বর্তমান সরকারি দল। তবে দেশকে নিরক্ষরমুক্তকরণ, নিট ভর্তির হার শতভাবে উন্নীতকরণ, জিডিপি প্রবৃদ্ধি, দারিদ্র্য হার কমনোর লক্ষ্যমাত্রা কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে আনা, শতভাগ স্যানিটেশন ব্যবস্থা, মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিকীকরণ, সবার জন্য আবাসনসহ বেশকিছু লক্ষ্যমাত্রা ২০২১ সালের মধ্যে অর্জন করতে পারেনি সরকার। সরকারি দল বলেছে, তারা সার্বিক বিচারে লক্ষ্যমাত্রার ৮০ শতাংশের বেশি বাস্তবায়ন করেছে। বাকিটা চলতি মেয়াদের মধ্যে বাস্তবায়ন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করছে সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us