নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করতেন এমন ২ জনের ছবি দিয়ে ফেসবুকে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়া হয়েছে। যেখানে একজন (চ্যালেঞ্জার) জিজ্ঞেস করছেন, 'ঠিকমতো সাংবাদিকতা করো না কেন?' জবাবে অন্যজন (ফারুক আহমেদ) বলছেন, 'ধন্যবাদ দিয়াই কুল পাই না, সাংবাদিকতা করব কখন?'
সাংবাদিকতার মতো একটি সিরিয়াস বিষয়ও যে এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার বস্তুতে পরিণত হলো, সেটি খুব ভালো লক্ষণ নয়। তবে তার আগে সাম্প্রতিক একটি সংবাদের দিকে চোখ বুলানো যাক, যেখানে বলা হয়েছে, 'মুক্ত গণমাধ্যম সূচকে আরও পেছালো বাংলাদেশ'।
খবরে বলা হয়, বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) করা সূচকে বাংলাদেশ ১৮০টি দেশের মধ্যে ১৬২তম অবস্থানে রয়েছে। গত বছর যেখানে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম। সে হিসেবে এবার এক বছরেই বাংলাদেশ পিছিয়েছে ১০ ধাপ।