ঘূর্ণিঝড় অশনির প্রভাবে আজ সোমবার দেশের তিন বিভাগে মাঝারি থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হতে পারে রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতেও।
আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. ছানাউল হক মণ্ডল আজ সকালে প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত বোঝা যাচ্ছে, ঘূর্ণিঝড়টি ভারতের ওডিশা উপকূলমুখী। কাল দুপুরের দিকে এর সঠিক গতিপ্রকৃতি বোঝা যাবে। তিনি আরও বলেন, আজ চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।