সড়ক দুর্ঘটনায় আহতদের ভিড় হাসপাতালে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ মে ২০২২, ১৭:২৭

ঈদের ছুটির মধ্যে হাসপাতালে বেড়েছে দুর্ঘটনার রোগী; কেবল অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রেই (পঙ্গু হাসপাতাল) তিন দিনে সাড়ে তিনশর বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।




স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে এখনও ঢাকা ফিরছেন অনেকে। বুধবার দেশের সাত জেলায় ১৭ জন আর বৃহস্পতিবার দশ জেলায় অন্তত ১৪ জনের প্রাণ গেছে সড়কে। এসব দুর্ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। 


শুক্রবারও ঢাকার পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগীদের ভিড় দেখা গেছে। তাদের অনেকে ঢাকার বাইরে থেকেও এসেছেন।


হাসপাতালের পরিচালক আবদুল গণি মোল্লা জরুরি বিভাগে আসা রোগীর তথ্য জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের আগের দিন সোমবার এসেছিলেন ৭৫ জন, আর মঙ্গলবার ঈদের দিন ১৪০ জন। ঈদের পরের দিন ১৪৫ জন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।  


এসময় বহির্বিভাগও খোলা ছিল; সেখানেও ৪০-৫০ জন করে রোগী এসেছেন।


পরিচালক জানান, তার হাসপাতালে এবার বাইক দুর্ঘটনার রোগী কম এসেছে, বেশি এসেছে অন্য হাসপাতাল থেকে পাঠানো রোগী।


ভাঙ্গা, ফরিদপুর এবং রংপুরের হাসপাতাল থেকে পাঠিয়ে দেওয়া রোগীরা ঈদের আগে আসতে পারেননি, তারা এখন আসছেন বলে জানান এই চিকিৎসক।


এই রোগীদের কেউ বাইক দুর্ঘটনার শিকার, কেউ গাড়ি দুর্ঘটনায় বা অন্য কোনো কারণে আহত হয়েছেন। কোনো কোনো রোগীর হাত-পা কেটে ফেলার মত অবস্থাও রয়েছে বলে জানান পরিচালক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে ঝরল দুই জনের প্রাণ

বিডি নিউজ ২৪ | চট্টগ্রাম মেট্রোপলিটন
১ মাস, ১ সপ্তাহ আগে

সাতক্ষীরায় সড়কে ঝরল ৩ জনের প্রাণ

বিডি নিউজ ২৪ | সাতক্ষীরা সদর
১ মাস, ১ সপ্তাহ আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us