রাশিয়া অন্তত ৪০০ হাসপাতাল গুঁড়িয়ে দিয়েছে: জেলেনস্কি

আজকের পত্রিকা প্রকাশিত: ০৬ মে ২০২২, ১২:১৭

রুশ বাহিনী ইউক্রেনের অন্তত ৪০০ হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের অনেক হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের অভাবে চিকিৎসকেরা চিকিৎসাসেবা দিতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 


গতকাল বৃহস্পতিবার একটি মেডিকেল দাতব্য সংস্থার কাছে পাঠানো ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘রুশ বাহিনীর দখল করা এলাকাগুলোতে পরিস্থিতি খুবই খারাপ। ওষুধের অভাবে ক্যানসার রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। এমনকি অ্যান্টিবায়োটিকের অভাবে সাধারণ চিকিৎসাসেবাও দেওয়া যাচ্ছে না।’ 


জেলেনস্কি আরও বলেন, ‘মারিউপোলের একটি মাতৃসদন হাসপাতাল গত ৯ মার্চ রুশ বাহিনী সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।’ 


এদিকে রাশিয়া অভিযোগ করে বলেছে, হামলার ছবিগুলো মঞ্চস্থ করা হয়েছে এবং হাসপাতাল বলে দাবি করা স্থাপনাগুলো ইউক্রেনের সেনারা ব্যবহার করছিল। রুশ বাহিনী শুধু সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা কখনোই বেসামরিক মানুষদের লক্ষ্য করে হামলা করেনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us