১০ বছরের দণ্ডপ্রাপ্ত পুরান ঢাকার সংসদ সদস্য হাজি সেলিম দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। হাজি সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশে ফিরেই লালবাগে তার নির্বাচনী এলাকার শাহানি বেগম নামে এক ভোটারের জানাজায় অংশ নেন তিনি।
এর আগে শনিবার তিনি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন। এ নিয়ে তুমুল বিতর্কের মাঝেই তিনি ঢাকায় ফিরে এলেন। ২৪ মে'র মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।