সু চি’র আপিল খারিজ, পাঁচ বছরের কারাদণ্ড বহাল

এনটিভি প্রকাশিত: ০৫ মে ২০২২, ১২:৪০

সেনাশাসিত মিয়ানমারের উচ্চআদালত দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি’র পাঁচ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন। 


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে সু চি’র আপিল আবেদনটি গতকাল বুধবার খারিজ করে গত ২৭ এপ্রিল দেওয়া শাস্তি বহাল রেখেছেন আদালত।


মামলার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানিয়েছে, ‘খুব সংক্ষিপ্ত আনুষ্ঠানিক প্রক্রিয়ায় আপিলটি খারিজ করা হয়।’ সূত্রটি আরও জানায়, আদালত উভয় পক্ষের যুক্তি না শুনেই আবেদন খারিজ করে দিয়েছেন।


গত সপ্তাহে নোবেল বিজয়ী সু চি’র বিরুদ্ধে দায়ের করা ১১ দুর্নীতি মামলার প্রথম রায়ে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।


গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকে ৭৬ বছর বয়সি সু চি-কে গৃহবন্দি করে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা হয়েছে। সেগুলোর মধ্যে আছে দুর্নীতি, নির্বাচনি আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘন। এসব অভিযোগ প্রমাণিত হলে সু চি’র সর্বাধিক ১৯০ বছরের কারাদণ্ড হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us