ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ। ঈদের দিন কাল মঙ্গলবার সকাল আটটায় ওই মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এলাকাবাসীর পক্ষে ওই ঈদের জামাতের আয়োজন করছেন উত্তর ধানমন্ডি মসজিদ কমিটি।
আজ সোমবার দুপুর ১২টার দিকে তেঁতুলতলা মাঠে গিয়ে দেখা গেছে, মাঠের সামনে টাঙানো হয়েছে বড় একটি সাইনবোর্ড। তাতে লেখা, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদের জামাত হবে সকাল আটটায়। মাঠে কোনো নির্মাণসামগ্রী নেই। পরিষ্কার করা হয়েছে ময়লা-আবর্জনাও। প্যান্ডেল করার জন্য বাঁশের অবকাঠামো নির্মাণের কাজও শেষ। এখন শুধু কাপড় টাঙানো বাকি।
মাঠে ঈদের জামাত আয়োজনের কার্যক্রমের তদারক করছিলেন স্থানীয় কিছু বাসিন্দা। এর মধ্যে ছিলেন তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলনকারী সৈয়দা রত্না, প্রামাণ্যচিত্র নির্মাতা স্থানীয় বাসিন্দা মাসুদ করিমসহ অন্যরা।