You have reached your daily news limit

Please log in to continue


টুইটার কিনতে টেসলার শেয়ার বেচলেন মাস্ক

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার বিক্রি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। প্রতিষ্ঠানটির সাড়ে ৮০০ ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করে দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এই বিক্রির মূল লক্ষ্য টুইটার ক্রয়ে অর্থায়ন নিশ্চিত করা। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

গত বৃহস্পতিবার এক টুইটে ইলন মাস্ক বলেছেন, ‘আজকের পর টেসলার আর কোনো শেয়ার বিক্রির পরিকল্পনা নেই।’ তবে এই বিষয়ে টেসলা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক এই সপ্তাহে প্রায় টেসলার প্রায় ৯৬ লাখ শেয়ার বিক্রি করেছেন। যা তাঁর শেয়ারের ৫ দশমিক ৬ শতাংশের সমান। 

এর আগে, গত সোমবার মাস্ক ৪৪ বিলিয়ন ডলার নগদ অর্থের বিনিময়ে টুইটার কেনার চুক্তি করেন। টেসলা ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী মাস্ক এর আগে, গত কয়েক দিন ধরেই টুইটারের শেয়ারহোল্ডারদের সঙ্গে বৈঠক করে তাঁর প্রস্তাবের সপক্ষে সমর্থন চাচ্ছিলেন। মাস্ক বলেছিলেন, বাক-স্বাধীনতার রক্ষার জন্য একটি সত্যিকারের প্ল্যাটফর্মে পরিণত হওয়ার জন্য টুইটারকে তাঁর মালিকানায় নেওয়া দরকার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন