বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৭

ঢাকা টাইমস প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ২০:৫৮

বগুড়ার শেরপুরে বাস-পিকআপ সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। এর মধ্যে পিকআপ চালকসহ তিনজনের অবস্থা গুরুতর। শুক্রবার বিকালে উপজেলার শাহ বন্দেগি ইউনিয়নের হাওয়াখানা এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে । ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী পিকআপটি হাওয়াখানা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা স্টার পরিবহন নামে একটি বাস সামনে থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।


এ সময় এক যাত্রীসহ ড্রাইভার ও হেলপার পিকআপের মাঝে আটকে যায়। এছাড়া পিকআপের আরো ১৪ জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, আহতদের সকলেই পিকআপের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us