রমজানের ঈদের আগে পুঁজিবাজারে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ছিল সর্বশেষ লেনদেন। এদিন ব্রোকার হাউজগুলো ছিল প্রায় বিনিয়োগকারী শূন্য। আর যারা এসেছেন তারা শেয়ার কেনার চেয়ে বিক্রি করেছেন বেশি। ফলে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।
এপ্রিল ও রোজার মাসের শেষ লেনদেনের দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচক কমেছে ১৩৮ পয়েন্ট।