ম্যাচটি হতে পারতো লিগ ডিসাইডার। যেখানে থাকতো বাড়তি উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু ইমরুল কায়েসের শেখ জামাল ধানমন্ডি ক্লাব আগেই শিরোপা নিশ্চিত করে ফেলায় ম্যাচটি হয়ে গেলো নিয়মরক্ষার। যেখানে চ্যাম্পিয়ন শেখ জামালকে উড়িয়ে দিয়েছে রানার্সআপ লেজেন্ডস অব রূপগঞ্জ।
মিরপুর শেরে ডানহাতি পেসার আল আমিন হোসেনের বোলিং তোপে মাত্র ১১৬ রানে অলআউট হয়েছে শেখ জামাল। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ২৫.১ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানদের রূপগঞ্জ। অবশ্য হারলেও লিগের শেষ ম্যাচ হওয়ায় এদিনই শিরোপা তুলে দেওয়া হয়েছে শেখ জামালের হাতে। ফলে হারা ম্যাচেও শিরোপা উদযাপন করতে পেরেছেন ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহানরা।
মাশরাফিদের সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্সআপ হয়ে। শেখ জামালের করা ১১৬ রানের জবাবে রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন রকিবুল হাসান। এছাড়া সাব্বির রহমান ৩৬, নাইম ইসলাম ২৩ ও ইরফান শুক্কুর করেছেন ১৪ রান।