সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে আলোড়ন তুলেছেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ও টেসলা ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটার কেনার পর থেকে মাস্ক চাইলে আরও কী কী কিনতে পারতেন তা নিয়ে চলছে জোর আলোচনা। এর মাঝে ফুটবলের দলবদলবিষয়ক সাইট ট্রান্সফার মার্কেট বলছে, মাস্ক চাইলে রিয়াল-বার্সেলোনাসহ ১৫টি শীর্ষ স্থানীয় ক্লাব কিনতে পারতেন এই টাকায়।
টুইটার কিনতে মাস্কের খরচ হয়েছে সব মিলিয়ে ৪১ বিলিয়ন ইউরো। যদি টুইটার না কিনে ক্লাবগুলো কিনতেন, তবে মাস্কের হাতে আরও কিছু অর্থ অবশিষ্ট থাকত। এই ১৫টি শীর্ষ ক্লাব কিনতে তাঁর খরচ হতো ৪০.৬৩ বিলিয়ন ইউরো।
যেখানে তার সবচেয়ে বেশি খরচ পড়ত বার্সেলোনা কিনতে। স্পেনের প্রভাবশালী এই ক্লাব কিনতে তাঁর খরচ হতো ৪.৪৯ বিলিয়ন ইউরো। আর ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে কিনতে তার খরচ পড়ত ৪.৪৮ বিলিয়ন ইউরো।