খেরসনে বিস্ফোরণ, রুশ টেলিভিশনের সম্প্রচার বাধাগ্রস্ত

সমকাল প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ১১:২৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসনে বিস্ফোরণের পর রাশিয়ার টেলিভশনের সম্প্রচার সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। যদিও পরে তা চালু করা হয়।


ইউক্রেন ও রাশিয়ার সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় আলজাজিরা।


খবরে বলা হয়, খেরসন সিটির একটি টেলিভিশন টাওয়ারের কাছে বিস্ফোরণ হয়। এ কারণে রুশ চ্যানেলের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।


ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভদা জানায়, হামলার কারণে আগুন ধরে যায় এবং বন্ধ হয়ে যায় রুশ চ্যানেলের সম্প্রচার।


রিয়া নভোস্তি জানিয়েছে, রুশ চ্যানেলের সম্প্রচার পুনরায় শুরু হয়েছে। 


সংবাদমাধ্যমটি বলছে, খেরসনে গত সপ্তাহে রাশিয়ার চ্যানেল সম্প্রচার শুরু হয়।


দক্ষিণ ইউক্রেনের খেরসন শহর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। যেখানে নিপার নদী কৃষ্ণসাগরে পড়েছে সেখানেই এর অবস্থান। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকে এটি প্রথম গুরুত্বপূর্ণ নগরের কেন্দ্র যা দখলে নিতে পারল রাশিয়া। 


এদিকে ২২ এপ্রিল রাশিয়ার এক জেনারেল বলেন, মস্কো চায় ট্রান্সনিস্ট্রিয়ায় পৌঁছাতে। এটি ওডেসার পাশে অবস্থিত রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা একটি অঞ্চল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us