সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম ফেইসবুক ঘুরে দাঁড়াতে শুরু করেছে; ২০২২ সালের শুরু থেকে ব্যবহারকারী কমার প্রবণতা বন্ধ হয়েছে, উল্টো সক্রিয় ব্যবহারকারী বেড়েছে তাদের।
ফেইসবুকের মূল কোম্পানি মেটা বুধবার জানিয়েছে, এ বছরের প্রথম তিন মাসে তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ১৯৬ কোটিতে পৌঁছেছে।
মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ অবশ্য জানিয়েছেন, তার কোম্পানির আয়ের প্রবৃদ্ধি এক দশকের মধ্যে এখনই সবচেয়ে ধীর।
গত বছরের শেষ তিন মাসে সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটি তাদের ইতিহাসে প্রথমবার দৈনিক ব্যবহারকারীর সংখ্যা কমার ঘোষণা দিয়েছিল। তাতে পুঁজিবাজারে এক ধাক্কায় কোম্পানির মূল্য ২০০ কোটি ডলার কমে যায়।
ফেব্রুয়ারি মাসে ২০২১ সালের শেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ফেইসবুকের শেয়ারের দাম অর্ধেকে নেমে যায়। তবে বুধবার এ বছরের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশের পর শেয়ারের দাম এক লাফে ১৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বিবিসি।