মঙ্গলবার ২৪ রোযা পার হলো। ঈদ খুব কাছাকাছি চলে আসলেও বাস ও লঞ্চে নেই তেমন যাত্রী চাপ। ২৮-৩০ তারিখের অগ্রিম টিকেটের ব্যাপক চাহিদা থাকলেও বর্তমানে স্বাভাবিক সময়ের থেকেও কম যাত্রী নিয়ে চলতে হচ্ছে তাদের। পরিবহন শ্রমিক ও মালিকদের দাবি এই রকম অবস্থা আগে কোনো ঈদে দেখেননি।
"গতবছর করোনা থাকলেও ২০ রোযার পরই আমাদের প্রচুর যাত্রী চাপ ছিল। টিকিট নিয়ে মারামারি লেগে যেত গাবতলী টার্মিনালে। কিন্তু এবার ফাঁকা যাচ্ছে", বলেন ঈগল পরিবহনের ম্যানেজার সুলতান আহম্মেদ।
একটি বাসের টিকিট বিক্রির তালিকা অনলাইনে দেখিয়ে তিনি বলেন, "৩৬ সিটে মাত্র ৭ জন যাত্রী নিয়ে বাস ঢাকায় আসছে। যাওয়ার সময়ও ফাঁকা গেছে। এবার মানুষের মধ্যে বাড়ি যাওয়ার ইচ্ছার অভাব দেখছি", তিনি যোগ করেন।