ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে গাজি গ্রুপ ক্রিকেটার্সকে বিশাল ব্যবধান হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির তিন নম্বর মাঠে মাশরাফি-সাকিবদের রূপগঞ্জ জয় পেয়েছে ১৯৬ রানে। রূপগঞ্জের দেওয়া ২৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৯৭ রানে অলআউট হয়েছে গাজি গ্রুপ। রূপগঞ্জের চিরাগ জানি ১৫ রানের বিনিময়ে ৫ উইকেট নেন।
এছাড়া দুটি করে উইকেট নেন নাঈম ইসলাম ও আল আমিন। সাকিব এক উইকেট নিলেও মাশরাফি থাকেন উইকেটশূন্য। এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করে রূপগঞ্জ। ব্যাট হাতে ঝড় তুলেন বিশ্বসেরা সাকিব আল হাসান। মাত্র ২১ বলে অর্ধশতক হাঁকান তিনি। শেষ পর্যন্ত ২৬ বলে ৫৯ রান করে সাজঘরে ফিরেন। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকে সাব্বির রহমানও দেখান ব্যাটিং-নৈপুণ্য। ১০ রানের জন্য শতক বঞ্চিত হন তিনি, খেলেন ৮৩ বলে ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস।